“জল আছে যেখানে, মাছ চাষ সেখানে” এই শ্লােগানকে ধারণ করে গত ২০ জুলাই, ২০১৬ তারিখে সলিটে বভিাগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান উদযাপিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা র্যালী ও মাছের পোনা অবমুক্তরে আয়োজন করা হয়। র্যালীটি জলো প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে বন্দর বাজার পয়েন্ট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন সিলেট জেলার জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জনগণের সুরক্ষার জন্য কাজ করি। দেশের মৎস্য সেক্টরের উন্নতিসহ সার্বিক অবস্থার আরো উন্নতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় পর্যায়ে মৎস্য সেক্টরের অগ্রগতির অগ্রজ ভূমিকা পালনে তিনি প্রশংসা করেন। প্রাণীজ আমিষের প্রধানতম উৎস হিসেবে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয়গুলোতে অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব দেন। মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান করেন।
মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগ এর উপপরিচালক মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (নর্থ) ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিত সিনহা, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশিষ্ট কলামিষ্ট আফতাব চৌধুরী, সাংবাদিক এম,এ রহিম। তাছাড়া মৎস্য চাষীদের পক্ষে রিন্টু তালুকদার, জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের তিনজন সফল মৎস্য চাষী এবং মৎস্য সেক্টরে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ০১ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ সুরমা নদীর চাঁদনী ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন।